পর্যটন নগরী কক্সবাজারে অবস্থিত সীগাল হোটেলে গত ১লা ও ২রা মে, ২০২৫ -এ হয়ে গেল এসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ১২তম APSBCON 2025 বা এসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জনস অব বাংলাদেশ এর কনফারেন্স।
উক্ত কনফারেন্সে দেশ বরেণ্য শিশু সার্জনগণ উপস্থিত ছিলেন। কনফারেন্সে শিশু সার্জারী ও এর বিভিন্ন শাখার বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাদের গবেষণা, বিভিন্ন কেস স্টাডি ইত্যাদি তুলে ধরেন। এছাড়াও শেষ দিনে আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই কনফারেন্সে ডেলিকেট হিসেবে অংশগ্রহণ করতে পেরে গর্বিত অনুভব করছি।
Comments
Post a Comment