SCALP MYIASIS






আগে প্রায়শই দেখতাম কিছু লোক দাঁতের থেকে, কানের থেকে পোকা বের করত। মানুষও তাদের বিশ্বাস করত। এখনও খুঁজলে হয়ত এরকম পাওয়া যাবে। কিন্তু আদতে তার বেশির ভাগই হত ভূয়া।

তবে আজকে আমরা একটি বাচ্চা পেলাম SCALP MYIASIS (একধরণের পরজীবী শূককীট) এর। ঘটনা হল বাবা-মা কিছুই জানে না। চুল ন্যাড়া করতে গিয়ে দেখে মাথায় চামড়ার এই হাল এবং এর মাঝে একটা ফুটা এবং তার জীবন্ত ভিতর পোকা!

নিয়ে আসবার পর Manually সেখান থেকে Dr. Habibur Rahman কে সাথে নিয়ে ১০০ এর অধিক Maggot বা শূককীট বের করি এবং পরবর্তী চিকিৎসা প্রদান করি।


Comments