পরের জন্মে বিড়াল হব। দুধ মাছ খাবো, ঘুরবো, চ্যাগান দিয়ে ঘুমিয়ে থাকবো। অবসরে বিভিন্ন খেলাধুলা করব।
সারাদিন সুন্দরী মেয়েদের কোলে শুয়ে থাকবো আর হাই তুলবো। মাঝে মধ্যে আদরের মাত্রা বেশি হয়ে গেলে খামচি দিয়ে দিব।
এরপর ওরা আবার আদর করার জন্য ডাকাডাকি করবে, কিন্তু আমি ফিরেও তাকাবো না।
Comments
Post a Comment