ফুটবলটা এখন আর শুধু খেলা নেই। হয়ে গেছে কাড়ি কাড়ি টাকার মার্কেটিং এর একটা মাধ্যম। ব্যালন ডি'ওর-ও কি এর থেকে দূরে থাকতে পেরেছে? মনে হয় না!
গত সিজনে সবচেয়ে অসাধারণ এবং দূর্দান্ত ছিল ভিনিসিউস জুনিয়র। এটা সবাই জানেন। সবাই ধরেই নিয়েছিল এবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হবে তিনি। কারণ তার মানের ধারের কাছে কেউ নেই। আগের দিন পর্যন্ত সবাই নিশ্চিতই ছিল তাই। কিন্তু হঠাৎ-ই জানা যায় যে না, সে নয়, পুরষ্কার দেওয়া হবে রদ্রিকে!! এযেন দিনে-দুপুরে হরিলুট!
ফলাফল- সেরা কোচ- কার্লো আনচেলত্তি, কিন্তু পুরষ্কার নেওয়ার জন্য কেউ এলোনা।
সেরা গোলদাতা- কিলিয়ান এমবাপ্পে, কিন্তু পুরষ্কার নেবার জন্য এবারো কেউ এলোনা।
সেরা ক্লাব- রিয়েল মাদ্রিদ, এত্ত বড় ক্লাব, কিন্তু একটা কাউকে পাওয়া গেলনা সেটা নেবার জন্য।
ব্যালুন ডি'ওর এরকম ভাবে অপমানিত আগে কি কখনও হয়েছে??????
হওয়াটা প্রাপ্য ছিল। যেভাবে জোচ্চুরি করা হয়েছে, তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। রিয়াল মাদ্রিদ নিজেদের একটি পরিবার মনে করে। তাই তার এক সদস্যকে অপমান মেনে নেয়নি। পুরা অনুষ্ঠানই তাই হয়ে গেল বিতর্কিত।
ব্যালুনের প্রক্রিয়া নিয়ে অবশ্য গত বছরই এবারের ব্যালুন জয়ী বলেছিলেন, সবাই জানে এই পুরষ্কার কিভাবে দেওয়া হয়। ভোট টোট কিছু না। সবই মার্কেটিং, টাকা আর বিজ্ঞাপন ছাড়া কিছুই না। তার কথাই এবার তার মাধ্যমেই কি প্রমাণিত হল?
Comments
Post a Comment