আমার ব্লগ এবং পরিচিতি !


সবাইকে আমার ব্লগে স্বাগতম। আমি মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল। পেশায় একজন চিকিৎসক। আরো স্পষ্ট করে বললে একজন শিশু শল্য চিকিৎসক। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে "ABOUT ME" সেকশনটি পড়ে দেখতে পারেন।

যদিও আমি একজন চিকিৎসক এবং এই ওয়েবসাইট বা ব্লগের বিভিন্ন জাগায় আমার পেশা সমর্কিত অনেক তথ্য আছে, কিন্তু সেটা আমার এই ওয়েবসাইট বা ব্লগের মূল উদ্দেশ্য নয়। সেগুলো মূলত আমার পরিচয় এবং কাজ সম্পর্কে সবাইকে জানানোর জন্য দেওয়া। আমার এই ওয়েবসাইট বা ব্লগটি মূলত আমি বানিয়েছি নিজের সম্পর্কে বা যেকোন বিষয় সম্পর্কে কিছু লিখা লিখি করার জন্য। অন্য কোন উদ্দেশ্য আমার এখান থেকে নেই। শুধু মাত্র শখের বসেই ব্লগটি বানিয়েছি এবং শখের বসেই এখানে লিখালিখি করার ইচ্ছা আছে।

এখন অনেকেই ভাবতে পারেন যে আমি হয়ত শুধু চিকিৎসাবিদ্যা সম্পর্কেই এখানে লিখা লিখি করব। আসলে তা না। এখানে আমার যখন যেটা মনে হবে সেটাই হয়ত লিখব। সেখানে চিকিসা সম্পর্কে লিখাও থাকতে পারে। এছাড়া ভ্রমন, কোন তথ্য, রম্য রচনা, তথ্য বহুল রচনা, কোন খবর বা এমনকি রান্না-বান্না নিয়েও পোস্ট থাকতে পারে। মূল কথা এটি শুধুমাত্রই একটি ব্লগ হিসেবেই বানানো।

আমি আসলে কোন প্রফেশনাল লেখক নই। শখের বসে লিখি। তাই এখানের ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন ভুল পেলে অবশ্যই কমেন্টস সেকশনে জানিয়ে দিবেন। আপনার কোন মতামত থাকলেও সেখানে লিখতে পারবনে।

এটি আমার এই ব্লগে প্রথম লিখা। আস্তে আস্তে যখন সময় পাব তখনই লিখব। আজকে এখানেই শেষ করছি।

ধন্যবাদ।

Comments